রাজ্যজুড়ে গ্রীষ্মের ছুটি চললেও, শুক্রবার ২৫ বৈশাখে কাঁথি ৩ ব্লকের বনমালীচট্টা হাইস্কুলে সাড়ম্বরে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্ররা নৃত্য, গান ও কবিতার মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানের সূচনায় ‘অপারেশন সিন্দুর’-এ অংশগ্রহণকারী বীর সেনানীদের সম্মান জানানো হয়। এরপর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র জানা, প্রাণপুরুষ পীতাম্বর দাস, স্বামীজী ও রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ দেবব্রত মাইতি বলেন, “রবীন্দ্রনাথের জন্মদিন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আত্মিকভাবে জড়িত একটি উপলক্ষ।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তনী পঙ্কজ প্রধান। তিনি প্রাক্তনী সংসদের পক্ষ থেকে বর্তমান ছাত্রদের জন্য কিছু দুষ্প্রাপ্য বই দান করেন। প্রাক্তনী সংসদের সাধারণ সম্পাদক ও বর্তমান শিক্ষক অজয় কুমার গিরি এই উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি শুকদেব জানা, সদস্য সুখেন্দু বারিক, শিক্ষক শ্রীকৃষ্ণ ভুঁইয়া, রাজশেখর মণ্ডল, সুজিত মাইতি, মানিক বারুই প্রমুখ। সভাপতিত্ব করেন আনন্দময় দাস।





