প্রদীপ কুমার সিংহ :- লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা সরসুনার পরিচালনায় বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষার শিবির হলো রবিবার সকালে বারুইপুর থানার অন্তর্গত বাড়ুইপুর ফুলতলা তিন নম্বর গেটে সমাজ উন্নয়ন কেন্দ্রের কার্যালয়ে।
ফুলতলা রামনগর সীতাকুণ্ড সহ বিভিন্ন এলাকার প্রায় ১২৫ জন মানুষ তাদের চক্ষু পরীক্ষার জন্য এই শিবিরে আসেন। সমাজ কল্যাণ উন্নয়ন কেন্দ্রের ডিরেক্টর কল্লোল ঘোষের সঙ্গে কথা বলে জানা যায় বারুইপুর ফুলতলা রামনগর সীতাকুণ্ড প্রভৃতি এলাকা থেকে বেশিরভাগ বয়স্ক মানুষেরা এই শিবিরে চক্ষু পরীক্ষা করেন।
প্রায় কুড়ি জন মানুষকে তাদের ছানি অপারেশন করা হবে বলে যান পরিচালন কমিটির সভাপতি শান্তা মিত্রের সঙ্গে কথা বলে জানা যায় যে মানুষের চোখে ছানী আছে তাদের কোলকাতা লায়ন্স ক্লাবের গৃহে বিশিষ্ট ডাক্তারদের অপারেশন করা হবে সম্পূর্ণ বিনামূল।
Post Views: 17