পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ভেকুটিয়াতে নদী বাঁধ পরিদর্শন করলেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কয়েকদিন আগেই প্রবল বৃষ্টি পাতে বিপর্যস্ত হয়ে যায় পূর্ব মেদিনীপুর সহ উপকূলবর্তী অনেক জেলার বিস্তীর্ণ এলাকা।
নন্দীগ্রাম-১ ব্লকের ১নং ভেকুটিয়া অঞ্চল দীনবন্ধুপুর গ্রামের বাসুলিচকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙ্গে যাওয়া নদী বাঁধ পরিদর্শন করেন।নবনির্বাচিত বিজেপির ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এর তরফ থেকে এর দ্রুত প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।


Post Views: 25