Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

কাঁথিতে পিএনবি পরিচালিত অর্থনৈতিক সাক্ষরতা শিবির শুরু

গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে এবং এলাকাবাসীকে ব্যাংক মুখী করতে কাঁথি শহরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বনির্ভর প্রশিক্ষণ সংস্থার ব্যবস্থাপনায় অর্থনৈতিক সাক্ষরতা শিবির শুরু হল। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রবিবার এই শিবিরের শুভ সূচনা হয়। শিবিরের ভার্চুয়ালি উদ্বোধন করেন ডি আর ডি সি সায়ন্তন বসু, ডি টি ই দিলীপ কুমার পাল।

উপস্থিত ছিলেন সংস্থার ডাইরেক্টর পুলক ভুইয়া, কোর্স ডাইরেক্টর উত্তম কুমার জানা, ও মাল্য ভট্টাচার্য, কাঁথির শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম এর সম্পাদক তপন কুমার দাস, অশোক সাউ, গৌরী সাউ, অভি সামন্ত, রবীন্দ্রনাথ মণ্ডল, রাজেশ পন্ডা ও অশ্বিনী বর প্রমূখ। এই শিবিরে পাঁচ দিন ধরে ৩৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিবে।

Related News