Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

কোলাঘাটে বিজেপি কর্মীদের বিক্ষোভ,স্লোগান ‘দিলীপ ঘোষ গো ব্যাক’

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী। দিঘা থেকে বাড়ি ফেরার পথে কোলাঘাটে একটা চা চক্রে যোগদান করার আগ্রীম কর্মসূচী ছিলো দিলীপের।সেই সাথে বরদাবাড় এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে দুপুরের আহার খাওয়ার আমন্ত্রন ছিলো ঘোষ দম্পতির।

সেই সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায়। ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষ সহ তার অনুগামীদের। এমনকি দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিতে থাকে বিজেপির একাংশ কর্মীরা।বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারও। কিন্তু তাঁর কথাও শুনতে রাজি হননি বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত চা-চক্রে যোগই দিতে পারলেন না দিলীপ। যদিও পরে দিলীপ ঘোষ একাই সেই কর্মীর বাড়িতে ঢুকে দুপুরের আহার গ্রহণ করেন।

এদিন দলীয় কর্মী কমলেশ কান্ডারের বাড়িতে দুপুরের আহার গ্রহণ করার জন্য এসেছিলেন দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী। এই ব্যবস্থা করেছিলেন কোলাঘাটের দিলীপ অনুগামী বিজেপির নেতা নারায়ণ মাইতি।

 

দিলীপ ঘোষ ঢোকার মুখেই বিজেপির একাংশ এসে নারায়ণ মাইতি সহ তাদের অনুগামীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এখান থেকে, সেই নিয়ে কিছুটা বচসা শুরু হয় ঠিক সেই সময় পৌঁছে যান সস্ত্রীক দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে ঘিরে দলের একাংশ রীতিমত বিক্ষোভ দেখায় এবং গোব্যাক স্লোগান দিতে থাকে। রীতিমতো উত্তেজনাপ্রবণ সৃষ্টি হয় এলাকা। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ এসে পৌঁছায়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ ফের বিস্ফোরন ঘটনা ।বলেন কিছু লোক অন্যদল থেকে এসে বিজেপিকে দখলে করার চেষ্টা করছে ।এদের কোন গ্রহনযোগ্যতা নেই ।তাই পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব নির্বাচনে বিজেপি হারছে ।বলেন বিজেপি গোষ্ঠী দল ।কোন বিভেদ নেই । শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে বলেন তৃনমূল থেকে যারা এসেছে,তারাই গোষ্ঠী এনেছে ।ফলে বিজেপির পুরানো কর্মীরা সব বসে গেছে ।অথচ এরাই ঘাম ঝরিয়ে-রক্ত দিয়ে দলটাকে পশ্চিমবঙ্গে দাঁড় করিয়েছিলো ।

 

এই বিক্ষোভ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন আজকের বিক্ষোভ কারীরা আগে তৃনমূলের পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে আসতো,আর এখন বিজেপির পতাকা নিয়ে

Related News

Also Read