Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

জুয়ার আসরে হানা দিয়ে ৮ জন জুয়াড়িকে গ্রেফতা

জুয়ার আসরে হানা দিয়ে ১০হাজার  টাকা সহ ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান জানিয়েছেন গোপনে খবর পায় রাইপুর গ্রামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসেছে। পুলিশ আসার খবর পেয়ে অশ্লীল নৃত্য বন্ধ হয়ে যায়। জুয়ার আসরে হানা দিয়ে ১০ হাজার টাকা সহ আটজনকে গ্রেপ্তার করে। ধৃতদের মঙ্গলবার কাঁথি মহকুমা তোলা হয়। পুলিশের এই ভূমিকায় প্রশংসা করেছে এলাকাবাসী।

Related News

Also Read