Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

অনাথ-অসহায় শিশুদের সাথে ভাইফোঁটা রাজদূত ব্যায়ামাগারের 

ভাইফোঁটার উৎসবে বাড়িতে বাড়িতে যখন ভাইদের মঙ্গল চেয়ে ফোঁটা দিচ্ছে বোনেরা,তখন আশ্রমের কোন এক রুমে বসে শঙ্খ বাজার শব্দ শুনে দিন কাটতো এদের।অনাথ আশ্রমের সেই শিশুদের নিয়ে ভ্রাতৃদ্বিতীয়া পালন করলো রাজদূত ব্যায়ামাগার।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির অন্যতম প্রাচীন শ্যামা আরাধনায় ব্রতি পুজা কমিটি রাজদূত ব্যায়ামাগার।গত ১২ বছর ধরে কাঁথি সংলগ্ন এলাকার অনাথ আশ্রমের আবাসিকদের নিয়ে পালন করছে ভ্রাতৃ দ্বিতীয়া।বৃহস্পতিবারও তার অন্যথা হল না।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি কোর্টের এডিশন্যাল পাবলিক প্রসিকিউটার মঞ্জুর রহমান খান,কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত ও সতীনাথ দাস অধিকারী।

ফরিদপুর শিক্ষা ণিকেতান পরিচালিত মুক্তনীড় শিশু আবাস ও কাজলা জন কল্যান সমিতি পরিচালিত তপোবন শিশু আবাসের আবাসিকরা সহ প্রায় ৬০ জন শিশুকে এদিন রাজদূত ব্যায়ামাগারের সভাকক্ষে ভাইফোঁটা দেয় সুনৃত্যাঙ্গনের ছাত্রীরা।পরে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা-প্যান্ট।এরপরে বসিয়ে মাংস ভাত খাইয়ে,মিস্টি মুখ করিয়ে ছাড়া হয়।সমগ্র অনুষ্ঠান পরিচালনায় করেন ব্যায়ামাগারের সহ সভাপতি রামকৃষ্ণ পন্ডা,সম্পাদিকা রাজনন্দিনী নন্দ মিশ্র,কোষাধ্যক্ষ অজয় প্রধান প্রমুখ ।

Related News

Also Read