পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান এলাকায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘আজাদ হিন্দ ক্লাব’—যুবসমাজকে সামাজিক উন্নয়ন, সংস্কৃতি চর্চা এবং ক্রীড়ার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার উদ্দেশ্যে এটি এক প্রশংসনীয় উদ্যোগ।

ক্লাব সূত্রে জানা যায়, এলাকার তরুণ প্রজন্মকে সমাজসংস্কারমূলক কাজে উদ্বুদ্ধ করা, তাঁদের মধ্যে দায়িত্ববোধ বাড়ানো এবং গঠনমূলক কাজে অংশগ্রহণে অনুপ্রাণিত করাই এই ক্লাব গঠনের প্রধান লক্ষ্য। সামনে বিভিন্ন সামাজিক কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী ও পঞ্চায়েত সদস্য আয়ুপ খান, পাশাপাশি বিশ্বজিৎ বেরা, ফারুক খান, সেক সারুল, সেক শাহজাহান, সেক মাহজাহান (আবেসুর), সেক তরবেজ, সাহিদুল খান, আবুফুর খান, আবু নেশার-সহ একাধিক স্থানীয় বিশিষ্টজন।
পঞ্চায়েত সদস্য আয়ুপ খান বলেন—
“যুবকরাই সমাজের আসল শক্তি। তাঁদের সঠিক পথে পরিচালিত করা এবং সমাজের মূল স্রোতে যুক্ত করতেই ‘আজাদ হিন্দ ক্লাব’-এর এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ক্লাব নিঃসন্দেহে এলাকার যুবকদের একটি ইতিবাচক দিশা দেখাবে।”
বিশ্বজিৎ বেরা ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি জেড়থানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন ক্লাবের হাত ধরে জেড়থান এলাকায় যুবকদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ ও আশাবাদের সঞ্চার হয়েছে—এমনটাই মনে করছেন স্থানীয়রা।





