জবরদখালী হাঠাতে উদ্যোগী হল হলদিয়ার সুতাহাটা ব্লক ও থানার পুলিশ প্রশাসন।বুধবার সকালে সুতাহাটা থানা এলাকার দারিবেড়িয়া আশ্রম মোড়ে পি ডব্লিউ ডি জায়গার উপরে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করে রাম রোমিয়ে ব্যবসা করছিল বেশ কয়েকজন মানুষ।
মুখমন্ত্রীর নির্দেশের পর ব্লক প্রশাসন তৎপর হয়ে বুধবার সকালে জেসিবি মেশিন দিয়ে নির্মাণ গুলি ভেঙ্গে গুড়িয়ে দেয়। এই অভিযানে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসন ও সুতাহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Post Views: 61





