ইন্দ্রজিৎ আইচ :- বনশ্রীতা ফিল্মস নিবেদিত ও
বিশ্বব্রত মাইতি প্রযোজিত ভৌতিক ছবি ” অহেলি ” মুক্তি পাচ্ছে আগামী ২৮ অক্টোবর শুক্রবার।
ছবি মুক্তির আগে আজ কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেলো ছবির ট্রেলার লঞ্চ।
এক সাংবাদিক সন্মেলনে এই ছবির কাহিনীকার, চিত্রনাট্য কার ও পরিচালক দেবজিত মন্ডল জানালেন এটা তার প্রথম ছবি। সল্প বাজেটে করা। অনেক দিন আগে এই ছবির শুটিং হয়েছে। ডুয়ার্স এ আউট ডোর শুটিং করেছেন সকলে।
অভিনয়ে আছেন অনামিকা সাহা, বোধিসত্ত্ব মজুমদার, দেবাশিস গাঙ্গুলি, নবাগতা শিশু শিল্পী বনশ্রীতা ও বিনিতা বল।
আজ ট্রেলার লঞ্চে হাজির ছিলেন অভিনেত্রী অনামিকা সাহা। তিনি এই ছবির সার্বিক সাফল্য কামনা করেন।
মঞ্চে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী,প্রযোজক, পরিচালক ,সহ পরিচালক শর্মিষ্ঠা দাস, আবহ সঙ্গীত পরিচালক আর জি রাহুল সহ আরো অনেকেই।
Post Views: 16