Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

সাংবাদিক বৈঠক করলেন ড. সৌমেনকুমার মহাপাত্র

আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও মৃত্যুর ঘটনার সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক ড. সৌমেনকুমার মহাপাত্রের পুত্রের নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যে ছবি ও খবর ছড়িয়ে পড়েছে তা নিয়ে আজ মঙ্গলবার পাঁশকুড়ায় নিজ বাস ভবনে সাংবাদিক বৈঠক করে দলের  একাংশ নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা দুজনই।


এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. সৌমেনকুমার মহাপাত্র ও তাঁর স্ত্রী মৃত ছাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁরা বলেন, “আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে  ছাত্রী মৃত্যুর ঘটনায় তাঁদের পুত্রের নাম জড়িয়ে যে সংবাদ সোস্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে তা সত্য নয়। আমার ছেলের নাম ‘বোধিস্বত্ব মহাপাত্র’। সে ২০১৭ সালে পাশ আউট৷ বর্তমানে পাঁশকুড়া-১ পীৎপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ হিসাবে পরিষেবা দিয়ে চলেছে। যে মেয়েটি মারা গিয়েছে সে আমার মেয়ের বয়সী ও মেয়ের মতো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরাও চাই সঠিক তদন্ত হোক।

বলেন  তদন্তের স্বার্থে আমি, আমার ছেলে ও পরিবার সর্বতোভাবে সাহায্য করবো। তবে এতদিন আমরা জেনে এসেছি, কাক কাকের মাংস খায়না। কিন্তু এখন দেখছি খায়।

সরাসরি না বললেও তিনি অভিযোগ করেন তাঁর ছেলের বিরুদ্ধে যে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে তা তার দলের একাংশ নেতৃত্বই করেছে ।

দীর্ঘদিন ধরে ড. মহাপাত্র দলের গুড বুক থেকে দূরে রয়েছেন। পুরোটাই চক্রান্ত করে তাদের পরিবারকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এইভাবে তাঁর পরিবারকে কালিমালিপ্ত করার ঘটনায় মর্মাহত হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী  ও পাঁশকুড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর এবং পাঁশকুড়া শহর মহিলা তৃণমূল নেত্রী সুমনা মহাপাত্র। তাঁরা মনে করেন – এইভাবে কালিমালিপ্ত করা যায় না। সত্যিটা সামনে আসবে সঠিক তদন্তে।

Related News