কোলাঘাট ব্লক এলাকায় ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধে তৎপরতার সাথে জনসচেতনতা বাড়িয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এজন্য বিশেষজ্ঞ ডাক্তার-মেডিকেল সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে নিয়ে ব্লক স্তরে কমিটি গঠন করে পদক্ষেপ গ্রহণ, ব্লকের বিভিন্ন নোংরা স্থান-পানাপুকুর- পথঘাট অবিলম্বে পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যবস্থা করে ব্যাপকভাবে অ্যান্টি লার্ভা স্প্রে করা, গ্রামীণ হাসপাতালে ওই জ্বরের জন্য নির্দিষ্ট এলিজা(ELIZA) টেস্টের ব্যবস্থা সহ রোগীদের সুচিকিৎসার দাবিতে আজ সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের কোলাঘাট কমিটির পক্ষ থেকে বি ডি ও এবং বি এম ও এইচ এর নিকট স্মারকলিপি পেশ করা হয়।
কমিটির কার্যকরী সভাপতি নারায়ণ চন্দ্র নায়ক বলেন, রাজ্যের বিভিন্ন শহর ও ব্লকের পাশাপাশি কোলাঘাট ব্লকেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। অথচ ব্লক হাসপাতালে এ সংক্রান্ত রক্তের এলিজা টেস্টের কোন ব্যবস্থা নেই। বি এম ও এইচ এবং বিডিও অফিসে কয়েকটি মশা তাড়ানোর মেশিন গত কয়েক বছর ধরে পড়ে রয়েছে, যা কাজে লাগানো হচ্ছে না।