অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় সঙ্গী বাইক আরোহীর চিকিৎসা চলছে কলকাতায়।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কাঁথি শহরে ২১ নম্বর ওয়ার্ডে কাঁথি মাজনা রাস্তার জালালখাঁবাড় গ্রামে। আজ সোমবার সকালে কাঁথি মাজনা রাস্তার পুলিশ ব্যারাক এর সামনেই ঘটনাটি ঘটেছে।স্থানীয় সূত্রে জানা গেছে কাঁথি থানার শ্রীরামপুর গ্রাম থেকে কাঁথি আসছিল শেখ সাহেদ ও মির্জা সুরজ বেগ। তাদের বাড়ি শ্রীরামপুর গ্রামে বলে জানা গেছে। তারা ফোনে কথা বলতে বলতে বাইক চালাচ্ছিল জালালখাঁবাড় এর কাছে এলে সেই সময় হঠাৎ অপর দিক থেকে একটি অটো এসে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কামেরে ছিটকে পড়ে যায় বাইক সহ দুই যুবক।ঘটনাস্থলে রক্তাক্ত হয় দুই যুবক।
আহত হয় অটোতে থাকা প্রায় পাঁচ জন যাত্রী। তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মির্জা সুরজ বেগ কে মৃত বলে ঘোষণা করেন। শেখ সাহেদ কে হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য কলকাতা রেফার করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ গিয়ে দুর্ঘটনা গ্রস্ত দুটি গাড়িকে আটক করে তদন্ত শুরু করেছে।