Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

পুজোর পাঁচ দিনে রেকর্ড পরিমাণ মদের বিক্রি হলো।

পূর্ব মেদিনীপুর জেলায় পুজোর পাঁচ দিনে রেকর্ড পরিমাণ মদের বিক্রি হলো। জেলা আবগারি দপ্তর সূত্রে জানা গেছে ষষ্ঠীর দিন পাঁচ কোটি ১১ লক্ষ ৫২৫৭ টাকা। সপ্তমীর দিন ৬ কোটি ৩৪ লক্ষ ৭৯ হাজার ৬১০ টাকা। অষ্টমীর দিন ছকটি ৪২ লক্ষ্য ২৮ হাজার ৭৪৪ টাকা। নবমীর দিন একটু কম হলেও দশমীর দিন সপটি ৮৪ লক্ষ ৬২০৭১ টাকা। মোট ৩১ কটি ৮ লক্ষ টাকার ও বেশি মদ বিক্রি হয়েছে। পুত্রের খবর বিদেশি মদের থেকে দেশি মোদির বেশি বিক্রি হয়েছে।

Related News