ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে,অভয়ার ন্যায় বিচার সহ নারীর মর্যাদা রক্ষার দাবীতে “জাগো নারী জাগো বহ্নিশিখা” সংস্থার উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক মহিলা ৯ ই ডিসেম্বর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন থেকে যাত্রা শুরু করে ১৬ ই ডিসেম্বর নির্ভয়া দিবসে রাজ্যের চার(কোচবিহার-কাকদ্বীপ-পুরুলিয়া-ঝাড়গ্রাম)প্রান্ত থেকে সমস্ত জেলা পরিক্রমা করে কলকাতায় পৌঁছাবেন। আজ ১২ ডিসেম্বর,শুক্রবার,রাত্রি আটটায়,ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুর থেকে প্রায় ২৫০ জন অভিযাত্রীদের দল মেচেদায় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পৌঁছালে অঙ্গীকার যাত্রা উপলক্ষে গঠিত অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। অভ্যর্থনা জানান কমিটির যুগ্ম সম্পাদিকা লীনা দাস। আসার পথে ভোগপুর স্টেশনে ভোগপুর সুনাগরিক মঞ্চের পক্ষ থেকে ওই অভিযাত্রী দলের নেত্রী দীপালি মাইতি ও কনিকা ধাড়ার হাতে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হয়। আগামীকাল ১৩ ডিসেম্বর,শনিবার ঐতিহাসিক তমলুক শহরের মানিকতলায় সকাল দশটায় জড়ো হয়ে শহর পরিক্রমা করে বিকেল সাড়ে চারটায় অঙ্গীকার যাত্রীরা মেচেদার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে উপস্থিত হবেন এবং সেই উপলক্ষে অনুষ্ঠিত হবে প্রতিবাদী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্থার তরফে জানানো হয়েছে সারা রাজ্যব্যাপী উপরোক্ত দাবীতে মহিলা সহ সর্বস্তরের জনসাধারণকে সচেতন করতে দেশব্যাপী আন্দোলনের বাতাবরণ তৈরি করতে এই অঙ্গীকার যাত্রার আয়োজন।





