ছাগল চোরকে হাতেনাতে ধরে ফেলল গ্রামবাসী। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাঁথি শহর সংলগ্ন কাঁথি ৩ ব্লকের দূরমুঠ গ্রাম পঞ্চায়েতের চাঁদবেড়িয়া গ্রামের দুরমুঠ ক্লাবঅভিনন্দন এর কাছে।
শুক্রবার এক গৃহস্থ পরিবারে দুপুর ১২ টা নাগাদ জল খেতে ঢুকে দুই যুবক। সুযোগ বুঝে তাদের একটি ছাগল চুরি করে পালিয়ে যায় ঐ দুই যুবক। ছাগল চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে বুঝতে পেরে এলাকাবাসী তাদের পিছু ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলে। তারা মোটর সাইকেলে ছাগলটাকে বসিয়ে চলে যাচ্ছিল।গ্রামের মানুষ তাদের ঘিরে ফেললে আর পালাতে পারেনি।
তাদেরকে হাতেনাতে ধরে বেধড়ক পেটায় এলাকাবাসী। ছাগলটিকে উদ্ধার করে দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
Post Views: 14