Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

ডিজে সচেতনতা:প্রহৃত দুই ছাত্র:প্রশাসন কোথায় ?

পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ ব্লকের নয়াপুটে চেঁচুডাপুটের গত ২৫ ফেব্রুয়ারির ডিজে বক্স সচেতনতা শিবিরকে ঘিরে উত্তেজনা রয়েছে এলাকায়। নয়াপুট সুধীরকুমার হাই স্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াইকে ফোনের মাধ্যমে ফোনের হুমকি একের পর এক চলছে। এই মর্মে তিনি জুনপুট উপকূলীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেদিন উত্তেজিত গ্রামবাসী ছাত্র-ছাত্রীদের মারধরের ঘটনায় পুনরায় দুই ছাত্র অসুস্থ হয়ে ভর্তি হলো কাঁথি মহকুমা হাসপাতালে।

হামলার ঘটনায় আহত ছাত্রাবাসের দুই ছাত্রকে হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি করতে হয়েছে ।। তাদের একজনের কোমরে তীব্র যন্ত্রনা হচ্ছে এবং আর একজনের হাতের কনুইয়ের নীচ থেকে ভয়ানক যন্ত্রনা হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের এ-ক্সরে করানোর হয়েছে। এই ঘটনায় অভিভাবক অভিভাবিকা এবং বুদ্ধিজীবী গন ক্ষুব্ধ। অভিযোগ ২৫ ফেব্রুয়ারি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক প্রহৃত হন। সাংবাদিকদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ তেমন কিছু পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ।

যদিও মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন যথাযথভাবে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

Related News