ঘুর্ণিঝড় রেমাল এর জেরে সুন্দরবন তোলপার করলেও রেমাল সৈকত শহর দিঘা, মন্দারমণির দিকে পা বাড়ায়নি। বরং এই মুহূর্তে দিঘার আবহাওয়া যথেষ্ট মনোরম। সমুদ্রে জলোচ্ছ্বাস রয়েছে, তবে ফুরফুরে হাওয়ায় পর্যটকরাও একেবারে ফুরফুরে মেজাজে।
তবে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন।দিঘা সহ কড়া নজরদারি তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি-সহ বিভিন্ন সৈকতে।দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সুত্র জানা গেছে আজও সমুদ্রে পর্যটকদের স্নান করার অনুমতি দেওয়া হয়নি। দিঘা থানা, মোহানা থানা প্রচার করছে। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও থানার পুলিশ কর্মীরা সকলে নজর রাখছে। মাইকিং করা হচ্ছে। সঙ্গে বিচে যে সাউন্ড বক্স লাগানো, তাতেও ঘোষণা চলছে। আবহাওয়া দফতরের ভয়াল কোনও পূর্বাভাস এখানকার জন্য এখন নেই। তবে সবরকম সতর্কতা মেনে চলা হচ্ছে।
রেমালের তেমন প্রভাব না পড়ায় দিঘায় সমুদ্রমুখী পর্যটকরা মেঘলা আকাশ, বৃষ্টিহীন মনোরম পরিবেশ ভালই উপভোগ করছেন। তবে পুলিশ প্রশাসন কিংবা দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কিন্তু কড়া নজর রেখেছে।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জানিয়েছে সতর্ক করা হয়েছে নদী ও সমুদ্রের ধারে থাকা মানুষজনকে।সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পর্যটক ও মৎস্যজীবীদের। কোলাঘাট, গেঁওখালি, হলদিয়া, নন্দীগ্রাম, খেজুরি, জুনপুট, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, দিঘায় চলছে বিশেষ নজরদারি। পাশাপাশি উপকূল রক্ষীবাহিনীও বাড়তি নজর রেখেছে।






