Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

পাঁশকুড়ায় বিদ্যুৎ দপ্তরে গ্রাহকদের বিক্ষোভ

বিদ্যুৎ গ্রাহকদের কানেকশনের লোড বৃদ্ধির নাম করে গ্রাহকদের কাছ থেকে বিরাট অঙ্কের টাকা আদায় বন্ধ সহ স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার লাগানো প্রতিরোধ প্রভৃতি দাবীতে আজ বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)’র পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টার কমিটির উদ্যোগে স্টেশন ম্যানেজার অফিসে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এবং স্টেশন ম্যানেজারকে আট দফা দাবী সম্বলিত স্মারকলিপি ও ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভ ডেপুটেশনে নেতৃত্ব দেন,অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, কোষাধ্যক্ষ নিলয় খালুয়া ও কাস্টমার কেয়ার সেন্টার কমিটির সম্পাদক সুধীর মাইতি,সভাপতি নন্দ মাইতি,অসিত মান্না,স্বপন খাঁড়া প্রমুখ।

স্টেশন ম্যানেজার দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে গ্রাহককে উপস্থিত রেখে লোড পরিমাপ করার আশ্বাস দেন। এবং স্থানীয় দাবীগুলি পূরন সহ অন্যান্য দাবিগুলি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও প্রতিশ্রুতি দেন। বিক্ষোভ সভায় নারায়ন চন্দ্র নায়ক উপরোক্ত দাবীর ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর কলকাতায় বিদ্যুৎ গ্রাহকদের আইন অমান্যে যোগ দেওয়ার আহ্বান জানান।

Related News