Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

ইভিএম মেশিনে সৌমেন্দু অধিকারীর নামের উপরে সাদা স্টিকার, খবর পেয়ে এলেন সৌমেন্দু অধিকারী

কাঁথি লোকসভা কেন্দ্রের উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত ফুলেশ্বর জীবনকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে ইভিএম মেশিনে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর নামের উপরে সাদা স্টিকার লাগিয়ে দেওয়ার অভিযোগ।অজুর্ননগরে একটি বুথে বিজেপির এজেন্টকে বসে না দেওয়ার অভিযোগ  রাজ্যের শাসক দল তৃনমূলের বিরুদ্ধে।


বিজেপি অভিযোগ করেছে মানুষকে বিভ্রান্ত করতে ফুলেশ্বর জীবনকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের ইভিএম মেসিনে সৌমেন্দু অধিকারীর বোতামের উপর সাদা স্টিকার লাগিয়ে দেওয়া হয়।প্রায় ঘন্টা খানেক এমন ছিলো।পরে ঘটনাটা জানতে পেরে নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দায়ের করা হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।

অপর দিকে ভগবানপুরের অর্জুননগরের নাড়ুয়াবিলা ২০০নং বুথে বিজেপির পোলিং এজেন্ট বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।খবর পেয়ে প্রার্থী সৌমেন্দু অধিকারী নিজে সেই বুথে গিয়ে পোলিং এজেন্ট বসান।

Related News

Also Read