Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

বারুইপুর মহকুমা হাসপাতালে রোগীর পরিষেবা ব্যাহত।

প্রদীপ কুমার সিংহ:-  রাজ্যের সরকারী হাসপাতালগুলিতে জরুরী পরিষেবা বন্ধের ডাক দিয়েছেন চিকিৎসকরা। সোমবার সপ্তাহের প্রথমদিনে এভাবে জরুরী পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন রোগী ও তাঁর পরিবারের সদস্যরা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতাল অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল। এই জেলার বিভিন্ন এলাকা থেকে বহু রুগী আসে চিকিৎসা পরিষেবা নিতে।বারুইপুর মহকুমা হাসপাতালে সকাল থেকে জরুরী বিভাগে রোগীদের ভিড় লেগে থাকলেও কোন চিকিৎসকই নেই সেখানে। ফলে ঘণ্টার পর ঘণ্টা রোগীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও চিকিৎসকের পরিষেবা পাননি। মে

লেনি কোন চিকিৎসা পরিষেবাও। বেলা যত বাড়ছে ততই ভিড় বাড়ছে হাসপাতালে। আদৌ আজ কোন চিকিৎসা তাঁরা পাবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন রোগীরা। বারুইপুর হাসপাতালে এমার্জেন্সি বিভাগে মাত্র একটি ডাক্তার ছিল। এই হাসপাতালে প্রতি দু মিনিট অন্তর রুগী আসে। বিভিন্ন রোগের জন্যে। কিন্তু  একটি ডাক্তার থাকাতে রোগী দেখতে হিমশিম খেতে হয়। রোগীর পরিষেবাতে ব্যাহত হয়।

Related News