Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

পরিচর্যার অভাবে ক্ষতিগ্রস্থ সমুদ্র তীরবর্তী ঝাউ বাগান।

বিশ্ব ধরিত্রী দিবস একদিকে বন দফতর গাছ লাগানোর প্রচার করছে আর উল্টো দিকের চিত্রটা হল শয়ে শয়ে ঝাউ গাছ সমুদ্র তীরবর্তী এলাকায় নষ্ট হয়ে পড়ে আছে ।

যেখানটায় গাছ লাগানোর জন্য বলা হচ্ছে এবং সচেতন করানো হচ্ছে, সেখানে শংকরপুর এলাকায় কয়েকশো ঝাউ গাছ নষ্ট হয়ে পড়ে আছে কারোর কোন হেলদোল নেই ।

এই বিষয়ে রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার জানান জানি প্রচুর গাছ নষ্ট হয়ে পড়ে আছে সেই সব গাছগুলিকে বনদপ্তর কে বলে সংরক্ষিত করা হবে ।

প্রশ্ন উঠছে পরিবেশ রক্ষায় শুধু নতুন নতুন গাছ লাগালেই হবে ? নাকি নতুন ও পুরানো গাছ গুলিকে বাঁচিয়ে রাখার জন্যে আরো বেশী সচেতন হতে হবে ?

Related News

Also Read