বিশ্ব ধরিত্রী দিবস একদিকে বন দফতর গাছ লাগানোর প্রচার করছে আর উল্টো দিকের চিত্রটা হল শয়ে শয়ে ঝাউ গাছ সমুদ্র তীরবর্তী এলাকায় নষ্ট হয়ে পড়ে আছে ।
যেখানটায় গাছ লাগানোর জন্য বলা হচ্ছে এবং সচেতন করানো হচ্ছে, সেখানে শংকরপুর এলাকায় কয়েকশো ঝাউ গাছ নষ্ট হয়ে পড়ে আছে কারোর কোন হেলদোল নেই ।
এই বিষয়ে রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার জানান জানি প্রচুর গাছ নষ্ট হয়ে পড়ে আছে সেই সব গাছগুলিকে বনদপ্তর কে বলে সংরক্ষিত করা হবে ।
প্রশ্ন উঠছে পরিবেশ রক্ষায় শুধু নতুন নতুন গাছ লাগালেই হবে ? নাকি নতুন ও পুরানো গাছ গুলিকে বাঁচিয়ে রাখার জন্যে আরো বেশী সচেতন হতে হবে ?
Post Views: 19