বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি নির্বাচনে জয়ী তৃনমূল - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৭শে আষাঢ়, ১৪৩২ শুক্রবার ( ১১ই জুলাই, ২০২৫ )

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি নির্বাচনে জয়ী তৃনমূল

বিজেপি প্রার্থী দিতে না পারায় একটি সমবায় সমিতি দখল করলো রাজ্যের শাসক দল তৃনমূল। মহিষাদলের কালিকাকুন্ডু বক্সিচক সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। কিন্তু ৪২টি আসনের মধ্যে মাত্র ৩টিতে মনোনয়ন জমা দেন বিজেপির প্রতিনিধিরা। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়টির দখল নিল তৃণমূল।

জানা গেছে মহিষাদলের লক্ষ্যা-২ পঞ্চায়েতের কালিকাকুন্ডু ও বক্সিচক গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে কালিকাকুন্ডু বক্সিচক সমবায় সমিতি।এই সমবায় সমিতির  ৪২টি আসন।আর  ভোটারের সংখ্যা প্রায় ১৪০০। মনোনয়ন জমার শেষ দিন ছিল বুধবার। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী শনিবার। নির্বাচনের দিন ঠিক হয়েছিল ২৪ ডিসেম্বর।

মনোনয়ন জমার পর দেখা গেল ৪২টি আসনের সব ক’টি আসনে তৃণমূল প্রার্থী দিলেও বিজেপির প্রার্থী দিয়েছে  মাত্র তিনটি জন। আর সিপিএম এবং কংগ্রেসের কোন প্রার্থী নেই।ফলত নির্বাচনের আগেই সমবায়ের বোর্ডটি তৃণমূলের দখলেই চলে গেল। তবে ভোট গ্রহন আদৌ হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে । কারন শনিবারের মধ্যে যদি  বিজেপির তিন প্রতিনিধি তাদের  মনোনয়ন প্রত্যাহার করে নেয়,তাহলে আর  নির্ধারিত দিনে ভোটগ্রহণ হবে না ।শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে সমবায় সমিতির নির্বাচনে তার দল প্রার্থী দিতে না পারায় বিজেপির সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন উঠছে

Related News

Also Read

15:00