পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফিল্ড এক্সলেন্স পরিবার এবং কুলতলিয়া ক্লাব রইজিং সান এর সম্মিলিত উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে কালী পূজা উপলক্ষে শনিবার একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
“পাশে আছি” বার্তাকে সামনে রেখে গোটা জেলা জুড়ে রক্তদান আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ফেয়ার ফিল্ড এক্সলেন্স। একদিকে যেমন লিভিং ব্লাড ব্যাংকের মাধ্যমে প্রয়োজনের সময় ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে রক্তদান করে এই সংস্থার সদস্য ও সদস্যা। ঠিক তেমনি বছরের বিভিন্ন সময়ে রক্তদান শিবিরেরও আয়োজন করে এই সংস্থা। আজকের এই শিবিরটি ছিল বছরের কুড়িতম রক্তদান শিবির। এই শিবিরে ৬ জন মহিলা সহ মোট ৩২ জন মহান রক্তদাতা রক্তদান করেন। কাঁথি মহকুমা ব্লাড সেন্টার এই শিবির থেকে রক্ত সংগ্রহ করেন।
ক্লাব রইজিং সান এর পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক রঞ্জিত পাত্র, সৌরভ পাল প্রমুখ।ফেয়ার ফিল্ড এক্সলেন্স পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি তেহেরান হোসেন,এফ. এফ. লিভিং ব্লাড ব্যাংক ইনচার্জ সুনীল দাস,মোস্তাক আলী খান ও শুভেন্দু বেরা। ক্লাব রইসিং সান এর সভাপতি রঞ্জিত পাত্র বলেন,” আমরা প্রতি বছর মা কালীর আরাধনা করি।এই পুজো উপলক্ষ্যে আমরা বিভিন্ন দিনে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান,বিচিত্রা অনুষ্ঠান বা যাত্রাপালা করে থাকি। সেই সঙ্গে সমাজসেবামূলক কাজ হিসাবে মহতী রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এবছর ৩২ জন মহান রক্তদাতা রক্তদান করেছেন। আগামী বছরও আমরা নিশ্চিত এই শিবিরটি করবো এবং আশাকরি রক্তদাতার সংখ্যা আরো বাড়বে।”
ফেয়ার ফিল্ড এক্সলেন্স এর সভাপতি তেহেরান হোসেন বলেন,” আজকের এই শিবিরের নজরকাড়া বিষয়টি হলো অল্প বয়সীদের রক্তদান। উৎসবের মেজাজে আজকের রক্তদান শিবিরটি সংগঠিত হয়েছে। সকলের কাছে আবেদন করবো এই গরম কালে রক্ত সংকট দূর করতে সবাই বেশি করে ক্যাম্প





