প্রদীপ কুমার সিংহ
দুদিন নিখোঁজ থাকার পর খাল থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনা বারুইপুরে। মৃত ব্যক্তির নাম ফিরোজ লস্কর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর শ্রীরামপুর এলাকায়। পরিবারের সূত্রের খবর রবিবার সকালে ব্যবসা জন্য সোনারপুর স্টেশনে প্লাটফর্মে যায়। ফটাস জল বিক্রি করতো স্টেশনে ৩ নম্বর প্লাটফর্মে ফিরোজ লস্কর। রবিবার থেকেই নিখোঁজ ছিল বারুইপুর থানার মল্লিকপুর ফরিদপুর লস্কর পাড়ার ফিরোজ লস্কর। সোমবার রাতে বারুইপুর থানায় পরিবারের লোকজন নিখোঁজ ডায়েরি করে।

মঙ্গলবার সকালেই বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর আগনা কাটাখালে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে পথ চলতি মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। ফিরোজের পরিবারের লোককেও খবর দিলে সেখানে গিয়ে তারা দেহ শনাক্ত করে। পরিবারের অভিযোগ আলতাফ নামে এক বন্ধুর সঙ্গে রবিবার বিকেলে আড্ডা মারতে গিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। ফিরোজের পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় মঙ্গলবার একটি অভিযোগ দায়ের। তাদের সন্দেহ হয় আলতাফ তার সহযোগীরা তাকে খুন করে পুকুরে ফেলে দিয়ে যায়।

ময়নাতন্ত্রের জন্য দেহটি নিয়ে যায় বারুইপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে বারুপুর থানা পুলিশ এসআই শ্যামল চক্রবর্তী নেতৃত্বে একটি টিম বারুইপুর থানা অন্তর্গত মল্লিকপুর বেলিয়াডাঙ্গা এলাকা থেকে আলতাফ মন্ডলকে গ্রেফতার করে। বারুইপুর থানার পক্ষ থেকে আলতাফকে মঙ্গলবার বারুইপুর মহাকুমা আদালতে তুলে নিজেকে হেফাজাতে নেয়ার জন্য সাত দিনে আবেদন করে আদালতের মহামান্য বিচারক তা মঞ্জুর করে।





