নায়েকালী মন্দির চত্বরে বৃক্ষরোপন পরিবেশ দিবসে - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৩শে আষাঢ়, ১৪৩২ সোমবার ( ৭ই জুলাই, ২০২৫ )

নায়েকালী মন্দির চত্বরে বৃক্ষরোপন পরিবেশ দিবসে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের নায়েকালী মন্দির এলাকা দূষণমুক্ত ও সৌন্দর্যায়ন ধরে রাখার উদ্দেশ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি হল। প্রায় দুই শতাধিক বৃক্ষরোপণ করা হলো বিশ্ব পরিবেশ দিবসে।

এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পদিমা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র। উপস্থিত ছিলেন পঞ্চায়েত উপপ্রধান তথা পূর্ব মুকুন্দপুর নায়েকালি ট্রাস্ট এর সম্পাদক সুজিত কর,ট্রাস্টের সভাপতি রামকৃষ্ণ মাইতি, রাষ্ট্রের কর্মকর্তা দেবদুলাল জানা, বিশ্বজিৎ পাত্র, সুবল সাউ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সুশান্ত বাবু বলেন এই নায়েকালি মন্দিরকে বিশেষ আকর্ষণীয় করে তোলার জন্য এই বৃক্ষরোপণ। দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। নায়েকালী মন্দিরের অন্যতম কর্মকর্তা সুজিত কর বলেন পর্যটকদের কাছে এই মন্দিরের আকর্ষণ বাড়াতে সৌন্দর্যায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো। এছাড়াও আরো অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে মন্দিরকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে।

Related News

03:20