সৈকত শহর দিঘা থেকে এক ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে কয়েকজন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর জানান ব্যক্তির মৃত্যু হয়েছে।
কি কারনে মৃত্যু হয়েছে জানার জন্য ময়নাতদন্তের নির্দেশ দেয় কর্মরত চিকিৎসক। জানা গেছে ওই ব্যক্তির নাম মাধব গোপ (৪৫)। সূত্রের খবর মাধব এটি বেসরকারি সংস্থার কাজ করে কিন্তু কিভাবে তার মৃত্যু হল বা কিভাবে অসুস্থ হলো তা এখনো অন্ধকারে।
সূত্রের খবর দিঘা শহরের এসে মাধব অসুস্থ হয়ে যায় তাকে কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে আসে। যারা নিয়ে এসেছিলেন তারা কেউই মাধবের সঠিক ঠিকানা এবং ফোন নম্বর জানায়নি।অনুমান ওই ব্যক্তি দিঘাতে অসুস্থ হয়ে যায় তারপর তাকে তার সহকর্মীরা কাঁথিতে ভর্তি করে। এই ঘটনার পেছনে রহস্য লুকিয়ে আছে বলে অনুমান করছেন অনেকেই।

Post Views: 24