সাত কোটি টাকার প্রতারণা করে এগরার বাড়িতে এসে দিব্যি, গা ঢাঁকা দিয়েছিল প্রতারক। নিজের বাড়িতে অবশেষে নাগপুর পুলিশের জালে ধরা পড়ল প্রতারক।
প্রায় ৭ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে মহারাষ্ট্র পুলিশের নাগপুর থানার পুলিশ এগরা থানার পুলিশের সহায়তায় পাঁচরোল থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতে পাঁচল গ্রামের বাসিন্দা শুভেন্দু মাইতি বলে জানা গেছে। কলকাতায় থাকে এই যুবক আই টি ও ল ফার্মে কাজ করতো। হঠাৎ ১ বছর আগে বাড়ি চলে আসে। নাগপুর থানায় এই যুবকের নামে আর্থিক তছরূপের একগুচ্ছ অভিযোগ জমা পড়ে।
গত কাল বুধবার গভীর রাত্রে অভিযুক্তকে বাড়ি থেকে নাগপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। ওই যুবকের কাছ থেকে দুটি ল্যাপটপ ও ৪ টি মোবাইল সহ অনলাইন প্রতারণার প্রচুর নথি বাজেয়াপ্ত করে। মহারাষ্ট্রের নাগপুর থানার পুলিশ ওই যুবকে কাঁথি আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নাগপুর নিয়ে যায়। এই ঘটনার পেছনে আর কোন চক্র লুকিয়ে রয়েছে কিনা সেটাও পুলিশের নজরে রয়েছে। আরো অন্য কোন থানায় এই অভিযুক্তের নামে অভিযোগ রয়েছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে।





