Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

বিজেপির গোষ্ঠী কোন্দল:তমলুকে দলের জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ।

রাজ্যের অন্যান্য প্রান্তের মত এবার পূর্ব মেদিনীপুর জেলাতেও বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে
বিজেপুরে তমলুক সাংগঠনিক জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকে
পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ গঠনকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গন্ডগোল, উত্তেজনা চর্চার বিষয় হয়ে গেছে। দলের জেলা সভাপতি তথা বিধায়িকাকে ঘিরে বিক্ষোভ। প্রশাসনিক সহায়তায় কর্মাধ্যক্ষ গঠন সম্ভব হয়েছে। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকে বিজেপির গোষ্ঠী কোন্দল।


বিজেপি বিধায়িকা তাপসী মন্ডলকে ঘিরে বিক্ষোভ বিজেপির। বিক্ষোভের কারনে দীর্ঘক্ষণ বন্ধ রয়ে যায় স্থায়ী সমিতি গঠন।
তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকে সোমবার স্থায়ী সমিতি গঠন দিন ধার্য্য হয়। সেখানে বিজেপির জয়ী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতিকে ঢুকতে বাধা দেওয়া হয়। বাধা দেয় বিজেপির আরেক গোষ্ঠীর লোকজন। যার ফলে গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় সঙ্গীতা আদক মাইতির গোষ্ঠীর লোকজন ।


ঘটনাস্থলে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল এলে তাঁকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তাঁকে ঘিরে রীতীমত ধাক্কাধাক্কি শুরু হয়। ব্যাপক মারপিট হয় দুই গোষ্ঠীর মধ্যে। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। পুলিশ প্রশাসনের চেস্টায় শেষমেশ কর্মাধ্যক্ষ গঠন সম্ভব হয়।

বিজেপির দলের মধ্যে গোষ্ঠী কোন্দলকে কটাক্ষ করে শাসকদল তৃণমূল। তারা বলেন যারা শাসকদলকে নিয়ে নানা কুরুচিপূর্ণ কথা বলেন তাদের দলের কর্মীরাই তাদের নেতার কথা শোনে না।


এদিন জেলা সভাপতি তথা বিধায়িকা তাপসী মন্ডল বলেন, যাকে শহীদ মাতঙ্গিনী ব্লকের সভাপতি করা হয়েছে তিনি তৃণমূলের মদতে কর্মাধ্যক্ষ গঠনে বাধা সৃষ্টি করার চেস্টা করছিলো। তাই সমস্যা হয়েছিলো। দলের কর্মীদের সাথে কেমন ব্যবহার করা উচিত তা উনি এখনো শিখে উঠতে পারেনি। দলের নিয়ম কানুন যাতে উনি ভালো করে শিখেন সেটা বলবো।

Related News