পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের খেজুরদা বিবেকানন্দ পাঠচক্র সংস্থা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। শুধু স্বেচ্ছাসেবী সংস্থাই নয় বর্তমানে পুলিশ -প্রশাসনের পক্ষ থেকেও একাধিকবার জেলার বিভিন্ন থানায় করা হয়েছে রক্তদান শিবিরের আয়োজন। রবিবার এগরার দোঁবাধিতে ৩০ তম বর্ষের রক্তদান শিবিরের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী তথা রক্তদান আন্দোলনের অন্যতম কান্ডারী দেবাশীষ ত্রিপাঠী।

তিনি জানিয়েছেন, রক্তের জোগান স্বাভাবিক রাখতে রক্তদান শিবিরের আয়োজন। তাই এলাকার যুব সমাজকে এগিয়ে আসতে হবে। রক্তদাতার সং্খ্যা বৃদ্ধির কথা ভাবা হচ্ছে। লক্ষ্যমাত্রা রয়েছে বছরে অন্তত দু’বার স্বেচ্ছায় রক্তদান শিবির হবে।
সংস্থার প্রধান উদ্যোক্তা ও বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ চ্যাটার্জী বলেন, ” আর পাঁচটা মানুষের মতো এদিন আমি স্বয়ং নিজেয়-ই রক্ত দিলাম। আমি আগেও রক্ত দিয়েছি৷ তবে আমাদের মতো সব সংস্থাও যাতে রক্ত সংকট দূর করতে হাতে হাত মেলায় তার জন্য আহ্বান জানাই সকলকেই।” তীব্র দাবদাহ উপেক্ষা করে এদিন অনুষ্ঠিত শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাডব্যাংক রক্ত সংগ্রহ করেন।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী যাদব চন্দ্র বর, সংস্থার সভাপতি সুজিত সরকার, সম্পাদক দেবনারায়ণ গিরি, বিশিষ্ট সমাজসেবী গোরাচাঁদ মির্দ্যা-সহ সংস্থার সদস্য এবং স্থানীয় এলাকার বাসিন্দারা।





