#কলকাতা: জন্ম-মৃত্যু শংসাপত্র পেতে রাজ্য সরকারের নিজস্ব পোর্টাল। স্বাস্থ্য দফতরের উদ্যোগে তৈরি করা হল নিজস্ব পোর্টাল। আগামী ৫মে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন কেন্দ্রের “সিভিল রেজিস্ট্রি সিস্টেম-এর মাধ্যমেই জন্ম-মৃত্যু শংসাপত্র হত। রাজ্য তার নিজের কাছেও যাবতীয় তথ্য রাখার জন্য আলাদা করে পোর্টাল তৈরি করল।
আরও পড়ুন: সপ্তাহব্যাপী তাণ্ডবের অবসান! আটক নকশালবাড়ির নয়া ত্রাস, স্বস্তিতে গ্রামবাসীরা
কী এই পোর্টাল-
এই পোর্টালের মাধ্যমে হাসপাতালগুলি শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে পোর্টাল গিয়ে আপলোড করে দিতে পারবে। যাচাই করার জন্য পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি গুলো থেকে অনলাইনে ভেরিফিকেশন হবে। জন্ম-মৃত্যু শংসাপত্র অনলাইনে পেয়ে যাবেন পরিবারের সদস্যরা। অর্থাৎ আর মিউনিসিপালিটি বা পঞ্চায়েতে যাওয়ার প্রয়োজন হবে না।
কেন এটি লাভজনক-
দু মাস আগে হাওড়া ও মালদা জেলাতে পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্প শুরু করা হয়েছিল। পুরকর্মীদের মধ্যে সংক্রমণ ঠেকাতে এই পদ্ধতি নিয়েছে হাওড়া পুরসভা। এবার থেকে জন্ম মৃত্যু শংসাপত্র পাওয়ার কাজ আরও সহজ হল।
লিঙ্ক-
https://janma-mrityuthathya.wb.gov.in এটাই হল নয়া পোর্টালের লিঙ্ক। যা আগামী ৫ মে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
অনেক ক্ষেত্রেই ডেথ সার্টিফিকেটে নাম, ঠিকানা ভুল হওয়ার ফলে নাজেহাল হতে হচ্ছে মৃতের পরিজনদের। বারেবারে হাওড়া পুরসভার সংশ্লিষ্ঠ দফতরে ছুটতে হচ্ছে পরিবারের মানুষদের। এছাড়াও বর্তমান কোভিড পরিস্থিতিতে ভিড় এড়াতে এবারে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন অনলাইন পদ্ধতি৷
Published by:Rachana Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM, CM Mamata Banderjee