আর কয়েকটা দিন পরে কালী পুজা।তাই দেওয়ালির আগে বাজী বাঁধার কাজ চলার সময়ে ভয়াবহ বিস্ফোরনের ঘটনায় আতংক ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে।
মঙ্গলবার সাধুয়াপোতায় বোমা বিস্ফোরণের ঘটনায় এখনো অবধি ১ জনের মৃত্যু হয়েছে।এছাড়াও আহত হয়েছে ৫-৬ জন ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পাঁশকুড়া থানার পুলিশ
জানা গেছে পাঁশকুড়া থানার রাধাবল্লভচক গ্রাম পঞ্চায়েতের সাধুয়াপোতা গ্রামে শ্রীকান্ত ভোক্তার বাড়িতে বোমা বিস্ফোরণ হয় । ঘটনাস্থলেই শম্ভু সামন্ত নামে ১৭ বছর বয়সি একটি ছেলের মৃত্যু হয়েছে।আশঙ্কাজনক অবস্থায় শ্রীকান্ত ভক্তার স্ত্রীকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এই বোমা বিস্ফোরণের ঘটনায় আরো তিন চার জন আহত হয়।
স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে শ্রীকান্ত ভোক্তা বাইরে থেকে বোম এনে বাড়িতে মজুদ রাখত, এবং বোম বাধার কাজ করতো, মঙ্গলবার সকাল দশটা নাগাদ বোমা বাঁধাতে গিয়ে বিপত্তি ঘটে ।