Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। অনুষ্ঠিত হলো NSHM এর ১২ তম ন্যাশনাল কনফারেন্স ।।

ইন্দ্রজিৎ আইচ:-সল্টলেক সেক্টর ফাইভে র NSHM ম্যানেজমেন্ট সংস্থার বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে সল্টলেক ই জেড সি সি হলে অনুষ্ঠিত হলো তাদের ১২ তম বার্ষিক ন্যাশনাল কনফারেন্স।

প্রথম দিন এই সম্মেলনে র উদ্বোধন করেন মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের এর উপাচার্য ড: সৈকত মৈত্র। উপস্থিত ছিলেন মেডিক্যাল এডুকেশন এর ডিরেক্টার দেবাশিস ভট্টাচার্য, ফ্যামিলি ওয়েলফেয়ার এর প্ৰধান ড: শ্যামল কুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ সরকারের হেল্থ সায়েন্স এর ডিরেক্টর ড: সিদ্ধার্থ নিয়োগী এবং NSHM এর ডিরেক্টার ড: শুভাশিস মাইতি।

সকলেই প্রদীপ জ্বালিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন ও পরে তাদের
সংস্থার সুবিনিয়ার ও বই উন্মোচন করেন সকল অতিথিরা। সকলেই উদ্বোধনী ভাষণে এই সংস্থা র শ্রীবৃদ্ধি কামনা করেন।

এক সাক্ষাৎকারে এন এস এইচ এম এর ডিরেক্টার ড: শুভাশিস মাইতি জানালেন আমাদের এই সংস্থা দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন মেডিক্যাল রিসার্চ, আওয়ারনেস, ম্যানেজমেন্ট, ডায়েট, নিউট্রেসন, য়োগা,‌ সাইকোলজি, পাবলিক হেল্থ বিভিন্ন ট্রেনিং দেয়। এই দুই দিনের সন্মেলনে এই বিষয় গুলি নিয়ে সারা ভারতবর্ষের ১৮ জন স্পিকার আলোচনা করেছেন। অংশ নিয়ে ছিলো
আমাদের ১০০০ হাজার স্টুডেন্ট। আমাদের প্রতিটা কোর্স ৩/৪ বছরের আছে। কোর্স শেষ হলে আমরাই প্লেস মেন্ট দিয়ে থাকি। দুর্গাপুর এ আমাদের আরো একটি শাখা আছে।

Related News

Also Read