Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

জোনাল অ্যাডভাইসরি কমিটির সভা রহমনিয়া প্রাথমিক বিদ্যালয়ে

লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি ১ এর ২১ জোনের জোনাল অ্যাডভাইসরি কমিটির সভা রবিবার অনুষ্ঠিত হল কাঁথির দারুয়ায় রহমনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে। দারুয়া লায়ন্স ক্লাবের ব্যাবস্থানায় অনুষ্ঠিত সভায় পৌরহিত্য করেন জোন চেয়ারম্যান সুস্মিত মিশ্র ।স্বাগত ভাষন রাখেন দারুয়া লায়ন্স ক্লাবের সভাপতি ফরিদ মল্লিক।সভার শুরুতে লায়ন্স ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মেলভিন্স জোন্সের প্রতিকৃতিতে মাল্যদান করেন ডিসি এনামুল আলি খান।অন্যান্যদের মধ্যে ছিলেন রিজিওন্যাল চেয়ারম্যান সুবিমল মাইতি,জিএসটি কো অর্ডিনেটার ডাঃ গৌতম জানা,ডিসি অরবিন্দ মালী ।


জোন চেয়ারম্যান সুস্মিত মিশ্র জানিয়েছেন এই জোনের অন্তর্গত কাঁথি লায়ন্স ক্লাব,দারুয়া লায়ন্স ক্লাব,চৌরঙ্গী লায়ন্স ক্লাব,কাঁথি লায়নেস ক্লাব ও কাঁথি লিও ক্লাবের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। সবকটি ক্লাবের আগামী তিন মাসের অ্যাডমিনিস্ট্রেটিভ ও অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা হয়েছে।সভায় উপস্থিত লায়ন্স ডিস্ট্রিক্টের অন্যান্য পদাধিকারীরা ক্লাব গুলির আগামী উন্নয়নী কর্মকান্ড নিয়ে দিক নির্দেশ তুলে ধরেন।পরে দারুয়া লায়ন্স ক্লাবের নতুন সদস্য সেক মুক্তারকে শপথ বাক্য পাঠ করান রিজিওন্যাল চেয়ারম্যান সুবিমল মাইতি।জাতীয় সংগীত পরিবেশেনের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়

Related News

Also Read