Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। খাদিকুল গ্রামে স্বজনহারাদের পাশে বিজেপি ।।

পূর্ব মেদিনীপুর জেলার এগরার সাহাড়া অঞ্চলে খাদিকুল গ্রামে বাজী কারখানায় বিস্ফোরনে ঘটনায় নিহত-আহতদের পরিবারের পাশে দাঁড়ালো বিজেপি কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্ব।

বিজেপি নেতৃত্বের কাছে স্বজনহারা পরিবারের সদ্যরা কান্নায় ভেঙ্গে পড়ে ও দোষীদের শাস্তি দাবি করেন।এবং উনাদের সাময়িক কিছু ত্রাণ সহ সব রকমের কাজে পাশে থাকার আশ্বাস দেন নেতৃত্বগণ।

এগরা বিস্ফোরণের তদন্তে ৪৮ ঘণ্টার মধ্যেই ওড়িশায় থেকে ধৃত খাদিকুল গ্রামের বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ। গ্রেপ্তার হয়েছে ভানু বাগের ছেলে পৃথ্বীজিৎ বাগ ও ভাইপো ইন্দ্রজিৎ বাগ। ইন্দ্রজিতের বাবা বাদল বাগের বিস্ফোরণেই মৃত্যু হয়েছিল। সূত্রের খবর, ভানু কটকের এক হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশি নজরদারিতে রয়েছেন তিনি।

Related News