Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। আশোকেস মিত্র র “বন্ধু ভূতের ভূতুমী” ।।

কেকা মিত্র :- “বন্ধু ভূতের ভূতুমী”..এই ভূতের গল্পটি লিখেছেন গল্পকার অশোকশ মিত্র। এই বছর বইমেলায় যুগ – সাগ্নিক প্রকাশনা থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। অশোকেশ মিত্র র লেখা এই বইতে ৫ টি ভূতের গল্প।


ভালো লাগবে পড়তে ভূতের হাসপাতাল, বন্ধু ভূতের ভুতুনী,অমাবশ্যার রাতে ভূতে – পাওয়া।জঙ্গলে, ও কে, ঘনশ্যাম এর কুঠি রিসোর্ট। যে কোনো বয়সের মানুষের এই ভূতের গল্পগুলি খুব নজর কাড়বে এই টুকু হলফ করে বলতে পারি।এই বইয়ের প্রচ্ছদ টি খুব সুন্দর একেছেন পামেলা পাখি বসু।

লেখক অশোকেশ মিত্র এর আগে বিভিন্ন পত্র পত্রিকায় রম্য রচনা,বিভিন্ন গল্প, উপন্যাস লিখেছেন।

তার লেখা ৪০ পাতার এই বই ” বন্ধু ভূতের ভূতুমী” সকলের সংগ্রহের যোগ্য। যুগ – সাগ্নিক প্রকাশনা থেকে প্রকাশিত এই বই এর দাম ১৫০ টাকা মাত্র।

Related News

Also Read