রবিবার লোকসভা নির্বাচনের প্রচারে এগরা এলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বিবেকানন্দ অঞ্চল ও মঞ্জুশ্রী অঞ্চলে প্রচার চালান অগ্নিমিত্রা পাল।
টোটোয় চেপে হাত নাড়িয়ে প্রায় কুড়ি কিলোমিটার রোড- শো করেন অগ্নিমিত্রা। তারপর দুপুরে বালিঘাই জগন্নাথ মন্দিরে পূজো দেন অগ্নিমিত্রা পাল।
বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির সম্পাদক আশীষ ধাওয়া অগ্নিমিত্রার হাতে ফুলের স্তবক ও জগন্নাথের মুর্তি, গীতা সহ বিভিন্ন উপহার তুলে দেন।
এরপরে বিকেলে এগরা শহরে মহিলাদের নিয়ে সাংগঠনিক সভায় যোগ দেন অগ্নিমিত্রা। এদিন এগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে। নির্বাচনে প্রতিটা ভোট পরবে সন্দেশখালির বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে, রেশন চুরির বিরুদ্ধে, স্বাস্থ্য পরিষেবা নেই তার বিরুদ্ধে। সাধারণ মানুষের গর্জনে নবান্ন কাঁপবে। ভারতের যা কিছু দেশবিরোধী তার সমর্থন করে তৃণমূল। তৃণমূল জঙ্গি সংগঠন আইএস আইএস, মুজাহিদিন এর মতো জঙ্গি সংগঠনগুলির মতো তৃণমূলকেও ব্যান করে দেওয়া উচিত বলে কটাক্ষ করেন অগ্নিমিত্র পাল।
