এক বছর পনেরো শিশু পুত্রের মৃত্যুর ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার রাজ্য সাধারণ হাসপাতালে উত্তেজনা ছড়ালো।
অভিযোগ মৃত্যুর জেরে রোগীর আত্মীয় পরিজনরা ব্যাপক ভাঙচুর চালালেন হাসপাতালে চত্বরে। ঘটনার খবর পেয়ে দিঘা মোহনা কোস্টাল থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।
জানা গেছে পটাশপুর থানার টোপরপাড়া এলাকায় বাসিন্দা মহাদেব রানা ( ১৫) তার বাবা-মা ও পরিজনের সাথে দিঘায় বেড়াতে এসে হঠাৎই রাস্তায় অসুস্থ অনুভব করে।
পরিজনেরা ওই শিশু পুত্রকে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে সকাল সাড়ে নটায় ভর্তি করায়।চিকিৎসা চলতে থাকে বিকেল তিনটের পর শিশু পুত্রটির মৃত্যু হয়।পরিবারের লোকের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু ঘটেছে মহাদেব রানার।
Post Views: 12