Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

শিক্ষক দিবস উদযাপন উপোলক্ষ্যে রক্তদান শিবির।

শিক্ষক দিবস উদযাপনের অনুষ্ঠানকে সামনে রেখে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাগণকে সম্মান ও শ্রদ্ধা জানানোর পাশাপাশি দুর্ঘটনার কারণে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে এমন একজন শিক্ষক ও একজন শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস দেওয়া ও সহানুভূতি জানানো হলো গোপীবল্লভপুর-১ ব্লকের পাঁচকাহানিয়ার এস আই অফিসে আয়োজিত শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে। শুক্রবার প্রয়াত দুই শিক্ষক-শিক্ষিকার স্মৃতিতে এবং শিক্ষক দিবসের অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে মাথায় রেখে,সামাজিক দায়বদ্ধতার বার্তা দিতে এই প্রথমবার গোপীবল্লভপুর পশ্চিমচক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে এবং গোপীবল্লভপুর পশ্চিম চক্র এস.আই অফিসের সহযোগিতায় কেবলমাত্র শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়। যেখানে চল্লিশ জন শিক্ষক-শিক্ষিকা রক্তদান করেন।

এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত চারজন শিক্ষক ও একজন শিক্ষাবন্ধু-কে সংবর্ধনা দেওয়া হয়‌‌। সবুজায়নের বার্তা দিতে
সমস্ত রক্তদাতাকে দুটি করে চারাগাছ প্রদান করা হয়। গোপীবল্লভপুর-১ নং ব্লকের বিডিও দেবজ্যোতি দাসের সৌজন্যে গাছগুলি ব্লক থেকে সংগ্রহ করা হয়েছিলো। এদিনের কর্মসূচিতে
চক্রের সমস্ত বিদ্যালয়-এর শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটিতে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেন শিক্ষক শান্তিদেব দে, দীপক কুমার বাড়ী, সুজয় দে, অভিজিৎ পৈড়া, মলয় দে, সঞ্জিব রাণা, রূপক কুমার জানা এবং এস অফিসের আধিকারিক শ্যামল মিত্র, শিশির পাত্র প্রমুখ।অন্যান্য সকলের সহযোগিতায় শিক্ষক চন্দন দাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শক্তি ভূষণ গাঙ্গুলি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী মুর্মু,শিক্ষা কর্মাধক্ষ্য আশাবতী মুর্মু, বিশিষ্ট সমাজসেবী তথা পূর্ত কর্মাধক্ষ্য হেমন্ত ঘোষ, বিশিষ্ট সমাজসেবী শিক্ষক স্বপন পাত্র, গোপীবল্লভপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌমজিৎ বর্মন, ননীবালা হাইস্কুলের প্রধান শিক্ষক মুক্তিপদ বিষুই, পাঁচকাহানিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক সত্যনারায়ণ মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা‌‌।সভায় সভাপতিত্ব করেন গোপীবল্লভপুর পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিজয় কুমার দাস।

Related News

Also Read