ইন্দ্রজিৎ আইচ :- নিউ ইয়ার পালন করছে শহরের বিখ্যাত কেক কোম্পানি মিও আমরে।
নিউ মার্কেটের লিন্ডসে স্ট্রীট এর সিমপার্ককে দারুন সুন্দর ভাবে সাজানো হয়েছিলো।


এক সাংবাদিক সন্মেলনে মিও আমরের চিফ মার্কেটিং অফিসার সিদ্ধার্থ দত্ত জানালেন সারা পশ্চিমবঙ্গ ও তার বাইরে আমাদের প্রতিটা আউট লেটের বিভিন্ন দোকানে নানা দামের
নানা ধরনের মিও আমরের কেক পাওয়া যাচ্ছে। সব বয়সের মানুষ কেক খেতে ভালোবাসেন। আমরা কেক এর গুণমান, দাম ও পরিমাণ ঠিকঠাক ভাবে বজায় রাখি।

প্রতিবছর খ্রিস্টমাস আর নতুন বছর ২০২৩ আমরা পালন করি। ছোটরাও হাজির ছিলো। তারা বিভিন্ন খেলা ও কুইজ এ অংশ নেয়। সান্তাক্লজ সকল শিশু দের নানা উপহার দেয়। সব মিলিয়ে জমে উঠেছিলো মিও আমরে মেরি খ্রিস্টমাস আর নিউ ইয়ার কেক কার্নিভাল ২০২২।

Post Views: 26