এগরার হাক্যার যুবক গ্রেপ্তার ছত্তিশগড় পুলিশের হাতে - Ekhansangbad

Select Language

[gtranslate]
১৫ই শ্রাবণ, ১৪৩২ বুধবার ( ৩০শে জুলাই, ২০২৫ )

এগরার হাক্যার যুবক গ্রেপ্তার ছত্তিশগড় পুলিশের হাতে

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চৌমুখ গ্রামের শুভঙ্কর বারুইকে ভোর রাতে ছত্তিশগড় রাইপুর জেলার তেলিবাঁধ থানার পুলিশ গ্রেফতার করলো।

ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা হ্যাক করার দায়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ছত্তিশগড় পুলিশ ।

জানা গেছে অভিযুক্ত শুভঙ্কর বারুই গত ২০২৩ সালে ছত্তিশগড় এলাকার তেলিবাঁধ থানার বাসিন্দা এক ব্যক্তির একাউন্ট থেকে ২ লক্ষ টাকা হ্যাক করে নেয়।পরবর্তী সময়ে ওই ব্যাক্তি তার একাউন্ট থেকে টাকা ফ্রড হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেন।

 

এরপর ছত্তিশগড় তেলিবাঁধ থানার পুলিশ মোবাইল ট্রাক করে দীর্ঘ ২ বছর ধরে।শেষমেশ পুলিশ লোকেশন ট্রাক করে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এগরার পাহাড়পুর দেখায়।সেই মতো ছত্তিশগড় পুলিশ এগরা থানায় আসে এবং এগরা থানার পুলিশকে সাথে নিয়ে দক্ষিণ চৌমুখ গ্রামে হানা দিয়ে টাকা হ্যাক করা শুভঙ্কর বারুই কে গ্রেপ্তার করে।

তবে জিজ্ঞাসাবাদে শুভঙ্কর বারুই তার এক বন্ধু প্রীতম ঋষির নাম বলেছে বলে জানা গেছে। সে বলে প্রীতম আমার মোবাইল থেকে এই কাজ করেছে।আমি জানি না।আমার আগের মোবাইল ও ২০২৩ সালে হারিয়ে যায়।টাকা কি ভাবে হ্যাক হয়েছে আমি নিজেই জানি না।বর্তমান ছত্তিশগড় পুলিশ হাক্যার শুভঙ্কর বারুইকে নিয়ে ছত্তিশগড় রাইপুর তেলিবাঁধ থানায় নিয়ে যাওয়ার আগে আজ কাঁথি আদালতে হাজির করিয়ে ট্রানজিট রিমান্ড নেয়।

Related News

Also Read

23:29