Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

ডেঙ্গু ও বর্জ্য পদার্থ সংক্রান্ত সার্ভে কাঁথিতে

পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার ৮নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু ও বর্জ্য পদার্থ সংক্রান্ত সার্ভে করা হয়।

 

বুধবার দুপুরে এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না, ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন মিসবা উদ্দিন খাঁন, পৌরসভার কনজারভেনসির আধিকারিক হিমাংশু মান্না, সুপারভাইজার তাপস মাইতি, নির্মল সাথী মিনতি দাস, নির্মল বন্ধু গণ ,ওয়ার্ডের ডেঙ্গু সুপার ভাইজার যমুনা মন্ডল মাইতি সহ হাউস টু হাউস ডেঙ্গু সার্ভে সদস্যা গণ।

 

ভাইস চেয়ারম্যান বলেন, স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির (সুডা) ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন গণ বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু ও বর্জ্য পদার্থ সংক্রান্ত সার্ভে করছেন এবং বাসিন্দাদের ডেঙ্গু এবং বর্জ্য পদার্থ সংক্রান্ত বিভিন্ন স্বাস্থ্য সচেতনতার সুপরামর্শ দিচ্ছেন।এর ফলে পৌরসভার বাসিন্দা গণ উপকৃত হবেন এবং নির্মল বাংলা মিশনের উদ্দেশ্য সাফল্য লাভ করবে।

Related News

Also Read