ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল মন্দিরে পুজো  - Ekhansangbad

Select Language

[gtranslate]
২১শে আষাঢ়, ১৪৩২ শনিবার ( ৫ই জুলাই, ২০২৫ )

ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল মন্দিরে পুজো 

যে সকল ভারত মায়ের বীর সৈনিকরা আমাদের দেশকে জঙ্গিদের হাত থেকে বাঁচানোর জন্য বর্ডারে যুদ্ধ করছেন তাদের মঙ্গল কামনায়। আমরা আজ ভগবানপুর ১ নং ও ২ নং প্রখণ্ডের বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গ দলের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার অন্তর্গত গোবিন্দজীর মন্দিরে পূজো দেওেয়া হয়। এবং এই অনুষ্ঠানে উপস্থিত সবাই শপথ গ্রহণ করেন পাকিস্তানের জঙ্গি দমনে যদি সরকারের তরফ থেকে আমাদের ডাক আসে তাহলে আমরা যুদ্ধে যেতে প্রস্তুত।

উপস্থিত ছিলেন ভগবানপুর ১ প্রখণ্ডের বিশ্ব হিন্দু পরিষদের সহ সম্পাদক তরুণ পাত্র, বল উপাসনা প্রমুখ টিকাই মহাপাত্র ও ভগবানপুর ২ প্রখণ্ডের সম্পাদক গোবিন্দ করন ও বজরঙ্গ সংযোজক শিবরাম খাটুয়া।

Related News

18:29