Select Language

[gtranslate]
২৭শে শ্রাবণ, ১৪৩২ সোমবার ( ১১ই আগস্ট, ২০২৫ )

উন্নয়নের দাবিতে হেঁড়িয়াতে কংগ্রেসের সভা

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি-১,২, ভগবানপুর-১,২ ও চন্ডিপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে গ্রামীণ বেহাল রাস্তার মেরামত , কেলেঘাই নদী সহ অবরুদ্ধ ক্যানেলগুলো সংস্কার , সমস্ত দুর্বল সেতু সংস্কার , বোরো চাষীদের বিদ্যুৎ বিল ছাড় , আবাস যোজনার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ , বেকারদের কর্ম সংস্থান -এর দাবিতে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে হেঁড়িয়া বাজারে একটি মিছিল ও হেঁড়িয়া চৌরাস্তা মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, সাধারণ সম্পাদক শিউ মাইতি, জেলা কিষান কংগ্রেসের সভাপতি সুব্রত মহাপাত্র, ব্লক কংগ্রেসের সভাপতিরা উপস্থিত ছিলেন।

সভা থেকে কংগ্রেস নেতারা কেন্দ্রে বিজেপি সরকারি ও রাজ্যের তৃনমূল সরকারের তীব্র সমালোচনা করেন

Related News

Also Read

05:04