পশ্চিমবঙ্গ রাজ্য ব্রাহ্মণ ট্রাস্ট এর কাঁথি ৩ ব্লক কমিটির আয়োজনে ৫০ জন দুঃস্থ ব্রাহ্মণ সন্তানদের গণ উপনয়ন ও ধর্ম সভায় হল রবিবার।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, রাজ্য সনাতন ট্রাষ্ট এর সম্পাদক তপন মিশ্র, পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ট্রাস্ট এর সদস্য নির্মল শর্মা, পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ট্রাস্ট পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক অশোক পন্ডা, পূর্ব মেদিনীপুর জেলা সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সভাপতি অম্বুজাক্ষ মিশ্র, কাঁথি ৩ ব্লক সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সভাপতি রাখহরি পন্ডা, সম্পাদক সুভাষ রঞ্জন পন্ডা ও অন্যান্য ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠান কে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ চোখে পড়ার মতো ছিলো।

Post Views: 20