Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

প্রধান শিক্ষিকা বদলিকে নিয়ে স্কুলে বিক্ষোভ।

প্রদীপ কুমার সিংহ :- স্কুলের ইনচার্জ শিক্ষিকাকে সরিয়ে নতুন প্রধান শিক্ষককে ঢুকতে বাধা। সেই জন্য স্কুলের বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা অন্তত বারুইপুর শংকরপুর অঞ্চল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। প্রসঙ্গত কুলতলী, জয়নগরের পর বারুইপুর।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে বদলির প্রতিবাদে অভিভাবক ও ছাত্র ছাত্রীদের বিক্ষোভ। শংকরপুর অঞ্চল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেয় অভিভাবকরা।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলেন রীনা মজুমদার। স্কুলের শিক্ষকরা বলেন,১৮ বছর ধরে রীনা ম্যাডাম স্কুলে রয়েছেন। এবং স্কুলের ভালো উন্নতি করেছিলেন।তাকে প্রধান শিক্ষিকা করে বৃন্দা খালী তে বদলি করে দেওয়া হয়েছে, এই কারণে এদিন বিক্ষোভ। যদিও এদিন রীনা মজুমদার স্কুলে আসেননি। নতুন প্রধান শিক্ষক ইসমাইল মণ্ডল স্কুলে এলে তাকে ঢুকতে দেওয়া হয় না। স্কুলের পরীক্ষা ছিল। বিক্ষোভের জেরে তা ব্যাহত হয়।

Related News