Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

দারুয়ায় বিজেপির বিজয়া সম্মিলনী।

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার কাঁথি নগর মণ্ডলের এক থেকে সাত নম্বর শক্তি কেন্দ্রের পক্ষ থেকে উত্তর দারুয়া শঙ্খদ্বীপ ক্লাব প্রাঙ্গণে বিজয়া সম্মিলনী কার্যক্রম অনুষ্ঠিত হলো।

বিজয়া সম্মিলনী শুভেচ্ছা বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করেন কাঁথি নগর মণ্ডলের সভাপতি তথা কাঁথি পৌরসভার কাউন্সিলর সুশীল দাস , সহ সভাপতি বুদ্ধদেব মান্না,কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই , নগর মণ্ডলের সাধারণ সম্পাদক রামচন্দ্র পন্ডা ও সাহেব গিরি সহ সমস্থ নেতৃত্ব বৃন্দ।

Related News