Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

সিএসএসসি সুপার চ্যালেঞ্জ কাপে হাতিশাল অগ্রগামী সংঘের জয়

কন্টাই সুপারষ্টার ক্লাবের পরিচালনায় টি টুয়েন্টি ডিউজ লীগ কাম নক ক্রিকেট প্রতিযোগিতা সিএসএসসি সুপার চ্যালেঞ্জ কাপে আজ যে দুটি দল অংশগ্রহণ করে তমাল এন্টারপ্রাইজ নেভিগেশন ও হাতিশাল অগ্রগামী সংঘ। সকালে টস জিতে হাতিশাল অগ্রগামী সংঘ ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভার খেলায় ১৬.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১০৪ রান করে। প্রত্তুতরে তমাল এন্টারপ্রাইজ নেভিগেশন ১৫.২ ওভারে মাত্র ৮৪ রান করে সকলে আউট হয়ে ২০ রানে পরাজিত হয়। এই খেলায় হাতিশাল অগ্রগামী সংঘের সম্ভিত নাগ  ২ ওভার বল করে ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে স্বর্গীয় হরিপদ পাল ম্যান অফ দি ম্যাচের পুরস্কার লাভ করেন এই পুরস্কার তুলে দেন ট্রফি দাতা বুবুন পাল।

খেলা চলাকালীন মাঠে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি মহাশয়। আজকের এই খেলায় সহযোগিতা করেন ক্লাবের ক্রীড়া সম্পাদক ষষ্ঠী পদ চক্রবর্তী, মনোজ দাস,সঞ্জীব জানা, অনঘ পানিগ্রাই, বুবুন পাল প্রভাত জানা হরিপদ চক্রবর্তী  ক্লাব সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন আগামি দুপুরে  খেলা কন্টাই পাইনিওয়ার ইলেভেন বনাম বালিঘাই ক্রিকেট একাডেমি। সেই সংগে মেঘা খেলায় দেখার জন্যে সকল ক্রীড়া প্রেমীদের  মাঠে আসার আহবান জানান।

Related News

10:03