Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

।। দল বদল করেছে বলে গদ্দার নয়,গরীব মানুষের ক্ষতি করেছে বলে গদ্দারঃ শোভন দেব চট্টোপাধ্যায় ।।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে তৃনমূল প্রার্থীদের সমর্থনে নির্বাচনী ভাষনে নাম না করে শুভেন্দু অধিকারীকে ফের গদ্দার বলে আক্রমন করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।

ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার বচ্ছিপুরে নির্বাচনী জনসভা স্থানীয় নেতৃত্বদের সাথে উপস্থিত ছিলেন শোভন দেব চট্টোপাধ্যায়।রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নী প্রকল্প আর বিজেপি সরকার কি ভাবে
সাধারন মানুষকে বিপদে ঠেলে দিচ্ছে সেটা তুলে ধরেন শোভন দেব চট্টোপাধ্যায়।এর পরেই নাম না নিয়ে শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে সম্বোধন করেন।তিনি বলেন, দল পরিবর্তন করেছে বলে অনেকে গাদ্দার বলে। আমি বলি, গরিব মানুষের ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেয় যে, তার থেকে বড়
গাদ্দার কে আছে ? গরীবের স্বার্থে এই গদ্দার আর তার দলকে নির্বাচনের মাধ্যমে ছুঁড়ে ফেলার আহ্বান জানান তিনি

http://⭕আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন👇

https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL

https://youtube.com/@ekhansangbad5105

সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫

Related News