Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

রামনগরে শিবম অটোমোবাইলের নতুন শোরুম উদ্বোধন

রামনগর ১ ব্লকের, তালাগাছাড়ী ১ গ্রামপঞ্চায়েতেট রামনগর থানামোড়ে শিবম অটোমোবাইল এর নতুন আউটলেট “টিফজ বি এল ডি সি ফ্যান”এর শোরুম শুভ উদ্বোধন হয়।

পূর্ব মেদিনীপুর জেলার সুপার ডিস্ট্রিবিউশন অফিস এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি তথা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো এসোসিয়েশন এর ভাইস চেয়ারম্যান দীপক সার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতি এবং পঞ্চায়েত সমিতির কর্মকর্তাগণ ও কোম্পানির আধিকারিকগন।

Related News